Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

বৃটিশ শাসন আমল হতে কালিয়াকৈর পুলিশি থানা অবস্থিত এবং ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসনিক বিকেন্দ্রী করনের মাধ্যমে উপজেলা পরিষদ গঠিত হয়।কালিয়াকৈর উপজেলা গাজীপুর জেলার দ্বীতীয় ক্ষুদ্রতম উপজেলা ১৯২৩ইং সন হতে কালিয়াকৈর থানা গঠন হয়।পর্যায়ক্রমে নামকরন করা হয়।এই উপজেলার নামকরনের সঠিক ইতিহাস কেহ বলতে না পারলেও একটা ধারনা পাওয়া গেছে যে,একটা পুকুরে কালিয়া নাগ নামে একটা বৃহৎ সাপ  পুকুরে ছিল।কালক্রমে কালিয়ানাগ এর কালিয়া এবং পুকুর এর কৈরা এই দুইশব্ধেমিলে কালিয়াকৈর নাম করন হয়।