বিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা চালু আছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠত হয়ে বিদ্যালয়টি ১৯৯৪ সালে জুনিয়র হাইস্কুল হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে এমপিওভূক্ত হয়। ১৯৯৮ সাল থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক নবম শ্রেণী খোলার অনুমতি পায়। ২০০১ সাল থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথাম স্বীকৃতি লাভ করে বর্তমান অবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি এখন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভূক্তি অপরিহার্য। |
এলাকার গন্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আশা আক্তার খানম ও তার পুত্র লিয়াকত আলী খানের ওয়াক্ফকৃত ১২৭ শতাংশ অখন্ড জমির উপর স্থাপিত আশা আক্তার খানমের পিতা ডা জলিলুর রহমানের নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়।
৬ষ্ঠ শ্রেনী- ১৭১ জন।
৭ম শ্রেণী- ১৪০ জন।
৮ম শ্রেণী- ১৩৫ জন।
৯ম শ্রেনী- ১২৫ জন।
১০ম শ্রেণী- ৭৫ জন।
সরকারী বিধিমালা অনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে।
২০০৯ সালে পাশের হার ৮৮.৩৭%। ২০১০ সালে পাশের হার ৯৪.৩৪%। ২০১১ সালে পাশের হার ৯৮.২৭%। |
গত বছর জুনিয়র বৃত্তি পায় নাই। এ বছর জেএসসি পরীক্ষায় ০৫ জন এ+ পেয়েছে।
২০০১ সালে উপঝেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানা হিসেবে পুরস্কার প্রাপ্ত। উপজেলা, জেলা ও উপ-অঞ্চলে এ্যথলেটিক্স প্রতিযোগিতায় কয়েক বছর যাবৎ সাফল্য অর্জন।
বিদ্যালয়টিকে মডেল স্কুল হিসেবে গড়ার পরিকল্পনা আছে।
gosatradjrsh@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস