Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আনসার ভিডিপি একাডেমি
বিস্তারিত

ঢাকা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে গাজীপুর-কালিয়াকৈর সড়কের পাশে এবং চান্দরা চৌরাস্তা হতে ৩ কিমি. উত্তরে অবস্থিত শফিপুর আনসার একাডেমী। এটি মূলতঃ আনসার ভিডিপি দের একটি প্রশিক্ষণ কেন্দ্র। তবে এখানকার নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কারনে এটিকে পিকনিক ও শুটিং এর জন্য ভাড়া দেয়া হয়। ফাকা রাস্তা হলে ঢাকা থেকে কেবল এক দেড় ঘন্টার দুরত্ব।

এখানে প্রায় ৪২টি পিকনিক স্পট রয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা অপূর্ব সুন্দর এই স্পটগুলো। পারিবারিক কিংবা অফিসিয়াল যে কোন পিকনিকের জন্য একটি উপযুক্ত স্থান। এর সবুজ বনানী, লেক, ছাওনী সব কিছু আপনাকে মুগ্ধ করবে। কর্মময় জীবনের পাশাপাশি নিরেট বিনোদন ও ক্লান্তিমোচনের জন্য এটি একটি আদর্শ স্থান।

বাংলাদেশ আনসার ও ভিডিপি হেডঅফিস থেকে অনুমতি সাপেক্ষে সারা বছরই এই স্পটগুলো ব্যবহার করা যায়। স্পটটি ভাড়া নিতে হলে আপনাকে প্রথমে নির্দিষ্ট পরিমান টাকার বাংক ড্রাফট বা র্প-অডর্ার জমা দিয়ে তাদের নিজস্ব ফরমে আবেদন করতে হবে।

ঢাকা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে গাজীপুর-কালিয়াকৈর সড়কের পাশে এবং চান্দরা চৌরাস্তা হতে ৩ কিমি. উত্তরে অবস্থিত শফিপুর আনসার একাডেমী। এটি মূলতঃ আনসার ভিডিপি দের একটি প্রশিক্ষণ কেন্দ্র। তবে এখানকার নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কারনে এটিকে পিকনিক ও শুটিং এর জন্য ভাড়া দেয়া হয়। ফাকা রাস্তা হলে ঢাকা থেকে কেবল এক দেড় ঘন্টার দুরত্ব।

এখানে প্রায় ৪২টি পিকনিক স্পট রয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা অপূর্ব সুন্দর এই স্পটগুলো। পারিবারিক কিংবা অফিসিয়াল যে কোন পিকনিকের জন্য একটি উপযুক্ত স্থান। এর সবুজ বনানী, লেক, ছাওনী সব কিছু আপনাকে মুগ্ধ করবে। কর্মময় জীবনের পাশাপাশি নিরেট বিনোদন ও ক্লান্তিমোচনের জন্য এটি একটি আদর্শ স্থান।

বাংলাদেশ আনসার ও ভিডিপি হেডঅফিস থেকে অনুমতি সাপেক্ষে সারা বছরই এই স্পটগুলো ব্যবহার করা যায়। স্পটটি ভাড়া নিতে হলে আপনাকে প্রথমে নির্দিষ্ট পরিমান টাকার বাংক ড্রাফট বা র্প-অডর্ার জমা দিয়ে তাদের নিজস্ব ফরমে আবেদন করতে হবে।

অনুমিত খরচ
পিকনিক স্পট ভাড়া

লেকভিউ > ৩০০০ টাকা
তপবন > ৪০০০ টাকা
মালঞ্চ > ১৫০০ টাকা
জুই > ২০০০ টাকা
হাসনা হেনা > ৪০০০ টাকা
আনন্দ > ১৫০০০ টাকা
নিরিবিলি > ২০০০ টাকা
শাপলা > ১২০০ টাকা
বর্নালী > ১২০০ টাকা
বান্দরবন > ৮০০ টাকা
অনন্যা > ১২০০ টাকা
পল্লব > ১৬০০ টাকা
অরন্য > ১২০০ টাকা
অনামিকা > ১২০০ টাকা
বর্ষা > ১২০০ টাকা
তনুশ্রী > ৮০০ টাকা
তেতুলিয়া > ১০০০ টাকা
তরুলতা > ৭০০ টাকা
বনশ্রী > ৭০০ টাকা
বনলতা > ৭০০ টাকা
তারাঘন > ৭০০ টাকা
মধুবন > ৭০০ টাকা
বনরুপা > ১০০০ টাকা
অবসর > ১০০০ টাকা
সৌখিন > ৭০০ টাকা
সুচনা > ৪০০ টাকা

শুটিং স্পট

শুটিং স্পট ভাড়া প্রতিদিন ১০,০০০ টাকা

যোগাযোগ

০২-৭২১৪৯৫১-৯

আবেদন ফরম

নিচের লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করুন
http://www.ansarvdpbd.org/picnicspots/application_download.php