কালিয়াকৈর উপজেলা থেকে ৮ কি. মি পূর্বে মৌচাক ইউনিয়নে সাহেবাবাদ গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।
১৯৬৯ খ্রি. মোঃ জালাল উদ্দিন ৩৩ শতাংশ ও মরহুম মকবুল হোসেন মুন্সী ৬ শতাংশ জমি দান করেন। বিদ্যালয়টি তখন সাহেবাবাদ প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত হতে থাকে। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ হওয়ার পর ইহার নাম হয় ৩৬ নং সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১। জনাব এরামরত হোসেন, সভাপতি এসএমসি।
২। জনাব মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি এসএমসি।
৩। জনাব শাহানাজ আক্তার, সদস্য এসএমসি।
৪। জনাব মরণ চন্দ্র সরকার, দাতা সদস্য এসএমসি।
৫। জনাব জালাল উদ্দিন, সদস্য এসএমসি।
৬। জনাব জোৎস্না, সদস্য এসএমসি।
৭। জনাব আমেনা ইসলাম, সদস্য এসএমসি।
৮। জনাব রহিমা বেগম, সদস্য এসএমসি।
৯। জনাব মোঃ আব্দুল কাদের, সদস্য এসএমসি।
১০। জনাব মোঃ মোশারফ হোসেন, সদস্য এসএমসি ।
১১। জনাবা মোঃ নুরুল আলম, সদস্য এসএমসি।
১২। জনাব দেলোয়ারা আক্তার, সদস্য সচিব।
১। ২০০৮ সালে পাশের হার ০%
২। ২০০৯ সালে পাশের হার ১০০%
৩। ২০১০ সালে পাশের হার ১০০%
৪। ২০১১ সালে পাশের হার ১০০%
৫। ২০১২ সালে পাশের হার ১০০%
১। ২০১২ সালে বৃত্তি ০১টি ট্যালেন্টপুল।
বিগত বছরগুলোতে সমাপনী পরীক্ষায় ১০০% পাশ।
সমাপনী পরীক্ষায় ১০০% জিপিএ- ৫, খেলাধূলায় উপজেলা চ্যাম্পিয়ন এবং বিদ্যালয়টিকে কালিয়াকৈর ঊপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
shahebps408kalia@gmail.com
মারুফ হোসেন, বৃষ্টি আক্তার, ঋতুপর্ণা, সাথী আক্তার। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস